অনলাইন ডেস্ক :
বেলজিয়ামের এন্টওয়ার্প চিড়িয়াখানায় থাকা দুটি জলহস্তী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, এই প্রজাতির প্রাণী প্রথমবারের মতো করোনা আক্রান্ত হলো। খবর দ্য গার্ডিয়ানের। করোনাভাইরাসে আক্রান্ত হওয়া জলহস্তী দুটির নাম ইমানি ও হেরমাইন। তাদের বয়স একজনের ১৪ বছর, আরেকজনের ৪১ বছর। শুধু নাক দিয়ে পানি পড়া ছাড়া আর কোন উপসর্গ নেই তাদের। জলহস্তী দুটোকে আলাদা করে রাখা হয়েছে। তবে প্রাণী দুটি কীভাবে করোনা আক্রান্ত হলো তা এখনও জানা যায়নি। তাদের কেয়ারটেকারেরও করোনার কোন উপসর্গ দেখা যায়নি এবং চিড়িয়াখানার অন্য প্রাণীদেরও পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছে চিড়িয়াখানার কর্তৃপক্ষ। পশুচিকিৎসক ভ্যাকাম্যান বলেন, ‘আমার জানামতে এই প্রজাতির ক্ষেত্রে এটিই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা। বিশ্বে এই ভাইরাসটি গরিলা, ওরাংওটাং, শিম্পাজি এবং বিড়ালজাতীয় প্রাণীদের মধ্যে শনাক্ত হয়েছিল আগে।’
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু