অনলাইন ডেস্ক :
ফরাসি লিগ ওয়ান নয়, জায়ান্ট পিএসজি’র মূল লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জয় করে ইউরোপের সেরা হওয়া। সেজন্য মেসি-নেইমার-এমবাপ্পে-রামোসদের নিয়ে তারার মেলা বসিয়েছে ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড শেষে এবার দ্বিতীয় রাউন্ডের ড্রয়ের অপেক্ষায় দলটি। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ড্রয়ের ক্ষেত্রে মানা হয় দুটি নিয়ম। এর মধ্যে প্রথম নিয়মটি হচ্ছে- গ্রুপ পর্বে যারা রানার্সআপ হবে তারা দ্বিতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে। তবে প্রথম রাউন্ডে একই গ্রুপে থাকা দলটির সঙ্গে খেলা পড়বে না। তাই গ্রুপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে দ্বিতীয় রাউন্ডে আর দেখা হবে না পিএসজি’র। অপর নিয়ম হচ্ছে- একই লিগের দুটি দল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে না। লিগ ওয়ানের দল লিলে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে। তাই লিলের মুখোমুখি হচ্ছে না পিএসজি। ম্যানচেস্টার সিটি ও লিলে ছাড়া বাকি ৬ গ্রুপ চ্যাম্পিয়নের একটি হবে পিএসজি’র প্রতিপক্ষ। ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের ড্র। নিচের যেকোনো একটি দল হবে দ্বিতীয় রাউন্ডে পিএসজি’র প্রতিপক্ষ:
১. বায়ার্ন মিউনিখ
২. লিভারপুল
৩. রিয়াল মাদ্রিদ
৪. জুভেন্টাস
৫. আয়াক্স
৬. ম্যানচেস্টার ইউনাইটেড
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা