অনলাইন ডেস্ক :
অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে মুখোমুখি হবে দুই দল। এ টেস্ট জিততে না পারলে এবারের অ্যাশেজে ইংল্যান্ডের কোনো ম্যাচ জয়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং। সর্বশেষ ২০০৬-০৭ মৌসুমে অ্যাশেজে ইংল্যান্ডকে ৫-০ তে হোয়াইটওয়াশ করেছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে সে কথা মনে করিয়ে দিয়েছেন তখনকার অজি অধিনায়ক পন্টিং। তিনি বলেন, ‘অ্যাডিলেড টেস্টেও ইংল্যান্ড জয় তুলে নিতে না পারলে সিরিজে তাদের ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। কন্ডিশন অস্ট্রেলিয়ার জন্য আরো ভালো হচ্ছে। ব্রিসবেনের কন্ডিশন কিছুটা ইংল্যান্ডের মতোই ছিল। তারা যদি অ্যাডিলেডে না জিততে পারে তাহলে ২০০৬-০৭ এর ফলাফল ফিরে আসতে পারে।’ ব্রিসবেন টেস্টে ইনজুরিতে পড়েছেন দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলেউড। তাই তো অ্যাডিলেড টেস্টে হ্যাজলেউডের পরিবর্তে ঝাই রিচার্ডসনকে চান পন্টিং। তিনি বলেন, ‘স্টার্কের বদলে রিচার্ডসন এই ম্যাচটি (ব্রিসবেন টেস্ট) খেলার দ্বারপ্রান্তে ছিল। সে দারুণ ফর্মে আছে। নেসারের বলেও সুইং আছে, পেস আছে। সেও দারুণ বোলিং প্যাকেজ। যদিও আমি রিচার্ডসনকে এগিয়ে রাখব।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা