November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 14th, 2021, 7:42 pm

অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন সৌম্য সরকার

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ক্রিকেট লিগে পরপর দুই ম্যাচে ফিফটি হাঁকিয়েছিলেন বাঁহাতি তারকা ব্যাটার সৌম্য সরকার। তবে সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না তিনি। অবশেষে বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডেই ওয়াল্টন সেন্ট্রাল জোনের হয়ে খেলতে নেমে সৌম্য পেলেন তিন অঙ্কের দেখা। চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি নর্থ জোনের বিপক্ষে রানোৎসবে মেতেছে ওয়াল্টন সেন্ট্রাল জোন। মিঠুন-মিজানের পর সেঞ্চুরি হাঁকালেন তিন নম্বরে নামা সৌম্যও। এমনকি ফিফটি করেছেন চার নম্বরে নামা সালমান হোসেন ও পাঁচে নামা মোসাদ্দেক হোসেন সৈকত। ৩ উইকেটে ৫৬৩ রান করে ইনিংস ঘোষণা করেছে সেন্ট্রাল জোন। চতুর্থ উইকেট জুটিতে ৯৭ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন সৌম্য ও মোসাদ্দেক। শতক হাঁকাতে ১৪১ বল খেলেছেন সৌম্য। যেখানে ছিল ১০ চার ও ১টি ছয়ের মার। ইনিংস ঘোষণা পর্যন্ত ১০৪ রানে অপরাজিত ছিলেন তিনি। আগের দিন ১৭৬ রানের ইনিংস খেলে আউট হন মিঠুন। ১৬২ রান এসেছে মিজানুরের ব্যাট থেকে। প্রথম ইনিংসে ২১৯ রান করা নর্থ জোনের চেয়ে ৩৩৪ রানে এগিয়ে রয়েছে সেন্ট্রাল জোন।