অনলাইন ডেস্ক :
চলতি ২০২১-২২ মৌসুমের শুরুতেই ম্যানচেস্টার সিটি থেকে সার্জিও আগুয়েরো বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল বন্ধু লিওনেল মেসির সঙ্গে খেলবেন। কিন্তু আগুয়েরোর মন ভেঙে প্যারিসে চলে যেতে বাধ্য হন মেসি। বন্ধুকে ছাড়াই বার্সায় থাকতে হবে- এটি মেনে নিয়েই খেলা মাঠে নামেন আগুয়েরো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে গোলও করেছেন। তবে হঠাৎ করেই আগুয়েরোর হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। হৃদযন্ত্রের সমস্যাটা এখন জটিল রুপ ধারণ করেছে। তাই আগুয়েরোর পক্ষে আর ফুটবল খেলা সম্ভব নয়। তাই সব ধরনের ফুটবল থেকে অবসর নিতে যাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা। বুধবার ফুটবল থেকে নিজের বিদায়ের ঘোষণা দিবেন আগুয়েরো। এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। স্প্যানিশ সাংবাদিক পেরেজ দে রোজেস এবং মার্কা জানিয়েছে, বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে ফুটবলকে বিদায় জানাবেন আগুয়েরো। তারা জানায়, হৃদযন্ত্রের সমস্যা বেশ জটিল আকার ধারণ করেছে, তাই আগুয়েরোর পক্ষে আর মাঠে ফেরা সম্ভব না। এরই মধ্যে অবসরের সিদ্ধান্ত বার্সেলোনাকে জানিয়ে দিয়েছেন সার্জিও আগুয়েরো। বার্সেলোনা ক্যারিয়ারে কিছু করতে না পারলেও তাকে বিশেষভাবে স্মরণে রাখবেন ম্যানচেস্টার সিটির সমর্থকরা। সিটিজেনদের জার্সিতে ১০ মৌসুমে ৩৯০ ম্যাচ খেলে তিনি করেছেন ২৬০ গোল। ম্যানচেস্টার সিটির ইতিহাসের সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তার দখলে। আর্জেন্টিনার জার্সি গায়েও তিনি ৪১ গোল করেছেন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা