নিজস্ব প্রতিবেদক:
নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলকে ঘিরে থাকা অনিশ্চয়তা অবশেষে কেটে গেল। বাংলাদেশ দলের সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। যে কারণে অনুশীলন করতে আর কোনো বাধা নেই। কোয়ারেন্টিনের মেয়াদও শেষ হয়ে গেছে। কাল থেকেই শুরু হবে অনুশীলন। সোমবার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জাতীয় দলের ‘টিম ডিরেক্টর’ খালেদ মাহমুদ সুজন নিউজিল্যান্ড থেকে এই সুখবর দিয়েছেন। সুজন বলেছেন, ‘রোববার আমাদের একটি কভিড পরীক্ষা ছিল এখানে। সোমবার (২০ ডিসেম্বর) সকালে ফল এসেছে, আমরা সবাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে মঙ্গলবার (২১ ডিসেম্বর) বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব। কাল সকাল সোয়া ১০টা থেকে আমাদের অনুশীলন শুরু হবে লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে, যেখানে আমরা জিমের সুযোগটাও পাব। অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব।’ নিউজিল্যান্ডে শনাক্ত হওয়া প্রথম ওমিক্রন ধরনে আক্রান্ত ব্যক্তির সঙ্গে একই বিমানে থাকায় বাংলাদেশ দলকে এই ঝামেলায় পড়তে হয়েছিল। কারণ নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন পর্ব বেশ কঠোর। কোনো রকম ছাড় কিংবা দুর্নীতির সুযোগ নেই। সুজন আরো বলেছেন, ‘আশা করি এই কয় দিনে নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্টের জন্য। দেশবাসীর কাছে প্রত্যাশা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে সুস্থ থাকি এবং ভালো একটি সিরিজ খেলতে পারি।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা