অনলাইন ডেস্ক :
সামিট ওপেন গলফে দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়াতে পারেননি সিদ্দিকুর রহমান। দেশের এই তারকা গলফার যৌথভাবে তৃতীয় স্থানে থেকে দ্বিতীয় রাউন্ড শেষ করেছেন। কুর্মিটোলা গলফ কোর্সে সোমবার দ্বিতীয় রাউন্ডে চারটি করে বার্ডি ও বোগি করেন সিদ্দিকুর। এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার পারের চেয়ে দুই শট কম খেলে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন। তার মতো পারের চেয়ে দুই শট কম খেলেছেন জাকিরুজ্জামান জাকির। পারের চেয়ে ছয় শট কম খেলে প্রথম রাউন্ডে শীর্ষে থাকা মোহাম্মদ সাইয়ুম দ্বিতীয় রাউন্ডে ছন্দ হারিয়েছেন। একটি বার্ডির বিপরীতে চারটি বোগি করেছেন তিনি। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে তিন শট কম খেলে দ্বিতীয় স্থানে নেমে গেছেন সাইয়ুম। আগের রাউন্ডে সিদ্দিকুরের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ রাসেল এককভাবে শীর্ষে উঠে এসেছেন। এ রাউন্ডে ছয়টি বার্ডি, দুটি বোগি ও একটি ডাবল বোগি করেন তিনি। সব মিলিয়ে পারের চেয়ে চার শট কম খেলে শীর্ষে থেকে তৃতীয় রাউন্ডে উঠেছেন রাসেল।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা