November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 20th, 2021, 8:20 pm

চিলির নতুন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক

অনলাইন ডেস্ক :

চিলির প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন বামপন্থী প্রার্থী গ্যাব্রিয়েল বোরিক। রোববার ভোট গণনা শেষে তাকে চিলির নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচনে তিনি দেশটির কট্টর ডানপন্থী রক্ষণশীল আইনপ্রনেতা জোসে অ্যান্তোনিও কাস্তকে পরাজিত করেন। আগামী মার্চ মাসে চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন গ্যাব্রিয়েল বোরিক। প্রাথমিক ফলাফলে দেখা গেছে গ্যাব্রিয়েল বোরিক প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে জোসে অ্যান্তোনিও কাস্ট পেয়েছেন ৪৫ শতাংশ ভোট। বিবিসির খবরে বলা হয়, গ্যাব্রিয়েল বোরিকের বয়স বর্তমানে ৩৫ বছর। নির্বাচনে জয়ের ফলে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধানদের একজন হবেন। এ ছাড়া গ্যাব্রিয়েল বোরিক দক্ষিণ আমেরিকার দেশ চিলির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এদিকে গ্যাব্রিয়েল বোরিকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। এ সময় তারা একে অন্যকে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে গ্যাব্রিয়েল বোরিক বলেন, ‘আমি চিলির প্রতিটি নাগরিকের প্রেসিডেন্ট হব। আমি আমার দায়িত্ব পালনে সব সময় চেষ্টা করব।’ সূত্র: বিবিসি, আল-জাজিরা।