নিজস্ব প্রতিবেদক:
দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদে নিয়োগপ্রাপ্তদের স্থগিতাদেশ প্রত্যাহার ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় সনদের এমপিও বঞ্চিত ফোরাম। মানববন্ধনে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় সনদের এমপিও বঞ্চিত ফোরামের আহ্বায়ক মোহাম্মদ ছিয়ামুল হক বলেন, আমরা চাই স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহার হোক। একইসঙ্গে আমাদের এমপিওভুক্তি করারও দাবি জানাই। তিনি বলেন, ২০১৬ সালের ১৩ এপ্রিল দারুল ইহসান বিশ্ববিদ্যালয় আদালত কর্তৃক বন্ধ ঘোষিত হয়। রায়ে বিশ্ববিদ্যালয় হতে অর্জিত সনদ অবৈধ ঘোষিত না হওয়ায় এবং এ বিষয়ে কোনো বাধানিষেধ না থাকায় শিক্ষা মন্ত্রণালয় ২০১৮ সালের ২৮ আগস্ট এ সনদে নিয়োগপ্রাপ্তদের এমপিওভুক্তির আদেশ দেয়। কিন্তু এর পরদিনই (২৯ আগস্ট) আদেশটি স্থগিত করা হয়। ওই স্থগিতাদেশ বহাল রেখে ব্যক্তি বিশেষকে অব্যাহতভাবে এমপিওভুক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ছিয়ামুল হক আরও বলেন, সঙ্গত কারণেই আমাদের মনে প্রশ্ন জাগে, অন্যান্যের যদি এমপিওভুক্ত করা যায়; তাহলে একই বিষয়ে আমাদের কেন এমপিওভুক্ত করা যাবে না? ফোরামের সদস্য এম এ মান্নান বলেন, আমাদের এমপিওভুক্ত করে দিন। আপনাদের কাছে আর কিছু চাইবো না। আমরা মানবেতর জীবনযাপন করছি। আমাদের বেতনের ব্যবস্থা করুন। সংগঠনটির অপর এক সদস্য আশরাফুল ইসলাম বলেন, নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার করেও আবার কেন স্থগিতের নির্দেশ দিলো? এরমধ্যে অনেকে আবার এমপিওভুক্তও হচ্ছেন। তারা কীভাবে করছেন? তাই এই আদেশ প্রত্যাহারের দাবি জানাই। মানববন্ধনে দুই দফা দাবি বাস্তবায়নের অনুরোধ জানান আয়োজকরা। দাবি দুটি হলো- ২০১৮ সালের ২৯ আগস্ট জারি করা স্থগিতাদেশ প্রত্যাহার এবং ওই বছরের ২৮ আগস্ট জারি করা এমপিওভুক্তির আদেশ বাস্তবায়ন। মানববন্ধন ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- দারুল ইহসান বিশ্ববিদ্যালয় সনদের এমপিও বঞ্চিত ফোরামের যুগ্ম আহ্বায়ক মো. আবদুল হামিদ, সদস্য সচিব মো. মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. বাদল মন্ডল, সদস্য কায়েস উদ্দিন, আবদুর রশিদ, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন
এইচএসসির ফল প্রকাশ শিগগিরই: শিক্ষা মন্ত্রণালয়
আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য সকল ধরনের সুযোগ-সুবিধা রাখা হবে: বেরোবি উপাচার্য
তিন মাস পর ক্লাসে ফিরলেন ঢাবি শিক্ষার্থীরা