November 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, June 12th, 2021, 2:39 pm

তিন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের শূন্য হওয়া তিনটি আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঢাকা-১৪ আসনে আগা খান মিন্টু, সিলেট-৩ এ হাবিবুর রহমান ও কুমিল্লা-৫ আসনে আব্দুল হাসেম খান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

শনিবার (১২ জুন) বেলা ১১টায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিধান্ত নেওয়া হয়।

আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসলামুল হক, সিলেট-৩ আসনে মাহমুদুস সামাদ চৌধুরী ও কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে আসন তিনটি শূন‌্য হয়। ২৮ জুলাই এই তিন আসনের নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী তিন উপনির্বাচনে আগামী ১৫ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন বাছাই হবে ১৭ জুন। ১৮, ১৯ ও ২০ জুন আপিলের দিন ঠিক করা হয়েছে। প্রার্থিতা বাতিলের শেষ দিন ২৩ জুন। প্রতীক বরাদ্দের তারিখ ২৪ জুন।