November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 21st, 2021, 7:45 pm

কোহলিকে বেশি সময় দিচ্ছেন প্রধান কোচ

অনলাইন ডেস্ক :

বিরাট কোহলির নেতৃত্ব হারানোর বিতর্ক শেষে এখন মাঠে পারফর্ম করার পালা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলার আগে ভারতীয় দল পুরো দস্তুর অনুশীলনে নেমে পড়েছে। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। সেই টেস্টের আগে ভারতীয় দলের অনুশীলনে প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে সবচেয়ে বেশি সময় কাটাতে দেখা গেছে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে। দীর্ঘদিন ধরে রান পাচ্ছেন না বিরাট কোহলি। ২ বছর আগে ইডেনে গোলাপি বলের টেস্টে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন। তারপর কোনো ফরম্যাটেই তিন অঙ্ক ছুঁতে পারেননি। শেষ ১৩ টেস্টে কোহলির ব্যাটিং গড় ২৬। সর্বোচ্চ স্কোর ৭৪। যদিও তার টেস্টে ব্যাটিং গড় এখনও ৫০-এর ওপরেই আছে। গুরুত্বপূর্ণ সফরের আগে অধিনায়ককে রানে ফেরানোর জন্য তাই আপ্রাণ চেষ্টা করছেন দ্রাবিড়। ব্যাটিংয়ের ছোটখাটো ভুল ত্রুটি শুধরে দিতে তিনি ব্যস্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ছিটকে যাওয়ার পর ছুটি নিয়েছিলেন কোহলি। দুই ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে আপাতত তিনি হালকা মেজাজে আছেন। এখন তার দলের লক্ষ্য প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়। এমন সফরের আগে কোহলিকে যেভাবেই হোক রানে ফেরাতে বদ্ধপরিকর কোচ দ্রাবিড়। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে টেস্টে খেলতে পারবেন না রোহিত শর্মা। রোহিতের অনুপস্থিতিতে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল। তাই ব্যাট হাতে বড় দায়িত্ব নিতে হবে কোহলিকে।