অনলাইন ডেস্ক :
আগামী বছরের ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি টুর্নামেন্ট এমজানসি সুপার লিগ। করোনার প্রাদুর্ভাবে তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। নতুন ভ্যারিয়েন্টের কারণে দক্ষিণ আফ্রিকান অঞ্চলে সফর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে অনেক দেশ। ফলে এই অবস্থায় টুর্নামেন্টটি আয়োজন করলে সেটি আকর্ষণ হারাবে। পাশাপাশি অন্যান্য চ্যালেঞ্জের বিষয়টিও আয়োজকদের ভাবিয়েছে। এখন এই টুর্নামেন্ট বাতিল হওয়ায় ফেব্রুয়ারিতে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে প্রোটিয়া বোর্ড। এমজানসি সুপার লিগ টানা ২০১৮ ও ২০১৯ সালে আয়োজন করা গেলেও করোনায় প্রথমবার বাতিল হয় ২০২০ সালে। এই মুহূর্তে করোনার চতুর্থ ঢেউ চলছে দক্ষিণ আফ্রিকায়। তার সঙ্গে গতমাসে যোগ হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। সপ্তাহের শুরুতেই সংক্রমণ ছাড়ায় ২৬ হাজার। তবে এই সংখ্যা এখন কমতে শুরু করেছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা