অনলাইন ডেস্ক :
যুবরাজ সিংয়ের ক্যান্সার জয় করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার গল্প তো ইতিহাস হয়ে আছে। লক্ষ লক্ষ ক্যান্সার আক্রান্তের কাছে যুবারজ সিং এক অনুপ্রেরণার নাম। তবে শুধু যুবরাজ নন, ক্যান্সার জয় করে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন আরও এক ক্রিকেটার। তিনি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ম্যাথু ওয়েড। সেমিফাইনালে পর পর তিন বলে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে তিনটি বিশাল ছক্কা মেরে দলকে ফাইনালে তুলেছিলেন। মাত্র ১৬ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ওয়েড। মারণ ব্যধির সঙ্গে লড়াই করে তিনি সেরে ওঠেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশ করা একটি ভিডিওতে ওয়েড নিজের ফিরে আসার গল্প শোনান, ‘১৬ বছর বয়সে আমি জননেন্দ্রিয়ের ক্যান্সারে আক্রান্ত হই। আমি হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু সেই সময় আমি এমন কিছু বন্ধু পেয়েছিলাম যারা বাড়ি থেকে বেরিয়ে খেলার মাঠে যেতে আমাকে উদ্বুদ্ধ করেছিল। ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সেটা আমাকে খুব সাহায্য করেছিল।’ তবে সেই সময়টা তার পরিবারের কাছে খুব কঠিন ছিল বলে জানিয়েছেন ওয়েড। তিনি বলেন, ‘আমার পরিবার খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। আমি ছোট ছিলাম বলে বুঝতে পারছিলাম না বাড়িতে কী চলছে। আমার থেকে আমার পরিবারকে বেশি ভোগান্তি পোহাতে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা জিতেছিলাম।’ ওয়েডের বাবা স্কট বলেন, ‘ম্যাথুর মা হাল ছাড়েনি। ম্যথুর সব চুল পড়ে যায়। ওকে টুপি পরিয়ে মাঠে পাঠাত ওর মা। সব সময় ওকে উদ্বুদ্ধ করত।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা