অনলাইন ডেস্ক :
করোনাকাল পেরিয়ে আবারও দামামা বেজে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আগামী জানুয়ারির ২০ তারিখ থেকে টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা। আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা না হলেও ইতোমধ্যেই অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি ঘর গোছাতে শুরু করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এবারের বিপিএলের একেকটি ফ্র্যাঞ্চাইজির খরচ হবে ৫ কোটি টাকার মতো। কিন্তু বিপিএলের প্রাইজমানির অঙ্ক শুনে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য! বিসিবি জানিয়েছে, আগামী বিপিএলের শিরোপাজয়ী দল পাবে মাত্র ১ কোটি টাকা পুরস্কার! রানার্সআপ দল পাবে ৫০ লাখ। ৯০০ কোটির ফিক্সড ডিপোজিটের মালিক বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড ঘোষিত এই প্রাইজমানির অঙ্ক নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বৃহস্পতিবার এর ব্যখ্যায় বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য নিজামউদ্দিন চৌধুরি বলেন, ‘আপনারা জানেন, এটা একটা ওয়ান অফ ইভেন্ট হচ্ছে। সেভাবেই এটা পরিকল্পনা করা। অনেক কিছু আছে, যেটা আমাদের আগের যে পরিকল্পনা ছিল এবং বিপিএলের নির্ধারিত মডিউল ছিল… লং টার্ম একটা আমাদের আগামীতে পরিকল্পনা আছে যে শুরু করব। তখন হয়তো এই বিষয়গুলো আরও বড় আকারে দেখা যেতে পারে।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা বলে থাকেন, ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকায় আইপিএলের পরেই বিপিএল সেরা। যদিও প্রতিযোগিতার মান আর সম্প্রচার নিয়ে প্রতিবারই একগাদা প্রশ্ন থাকে। এবার নতুন করে যোগ হলো প্রাইজমানি। এবারের আইপিএলে চ্যাম্পিয়ন দলের পুরস্কার ছিল বাংলাদেশের মুদ্রায় প্রায় ২৩ কোটি টাকা। এমনকী পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চ্যাম্পিয়নরা পেয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা আর সিপিএল চ্যাম্পিয়নের প্রাইজমানি ছিল ৮ কোটি টাকা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা