অনলাইন ডেস্ক :
সামাজিক যোগাযোগমাধ্যমে নিত্যনতুন কত কিছুই না দেখা যায়। আর সেসব দেখে অন্তর্জালবাসী উজ্জীবিত হন। এবার এমন একটি ভিডিও ভাইরাল হলো, যা দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। ইন্ডিয়া ডটকমের খবর, মহাকাশে চুল কাটার একটি ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) নভোচারী মাথিয়াস মৌরার একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি তাঁর সহ-নভোচারীর চুল কাটছেন। ওই ব্যক্তির নাম রাজা চারি, যিনি ভারতীয় ও নাসার নভোচারী। আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএস) ওই চুল কাটার দৃশ্য ধারণ করা হয়েছে। ভিডিওটি এ পর্যন্ত ৩০ হাজারের বেশি ভিউ হয়েছে। লাইক পড়েছে এক হাজারের বেশি।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু