November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 24th, 2021, 7:35 pm

আরও একবার জ্বলে উঠলেন নাবিল

অনলাইন ডেস্ক :

ব্যাট হাতে ছন্দে থাকা প্রান্তিক নওরোজ নাবিল জ্বলে উঠলেন আরও একবার। উপহার দিলেন দারুণ এক সেঞ্চুরি। তার ও মোহাম্মদ ফাহিমের কার্যকর দুটি ইনিংসে যুব এশিয়া কাপে নেপালের বিপক্ষে বড় পুঁজি পেল বাংলাদেশ। শারজাহতে শুক্রবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৯৭ রান করেছে বাংলাদেশের যুবারা। তিনে নেমে ইনিংসের শেষ পর্যন্ত খেলেছেন নাবিল। ১১ চার ও এক ছক্কায় ১১২ বলে ১২৭ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। তিনটি করে ছক্কা-চারে ৫৪ বলে ৫৮ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন ফাহিম। চলতি মাসেই ভারতে হওয়া তিন দলীয় টুর্নামেন্টে বাংলাদেশের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন নাবিল। একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনিই। এবার এশিয়া কাপের প্রথম ম্যাচেই তার ব্যাটে মিলল রানের দেখা। ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার ইফতেখার হোসেন ও মাহফিজুল ইসলাম পাওয়ার প্লেতে তোলেন ৩৫ রান। কিন্তু একাদশ ওভারেই কট বিহাইন্ড হয়ে বিদায় নেন মাহফিজুল। এরপর ইফতেখারও টিকেননি বেশিক্ষণ। ২ চারে ২১ রান করে তিনি কাটা পড়েন রান আউটে। আইচ মোল্লা ও নাবিলের ব্যাটে একশ পার করে বাংলাদেশ। আইচও খেলতে পারেননি বড় ইনিংস। ইনিংসে বাংলাদেশ সবচেয়ে বড় দুটি পায় এরপরই। দারুণ ব্যাটিংয়ে ফাহিম ও নাবিল বাড়াতে থাকেন দলের রান। তাদের ব্যাটে দুইশ পেরিয়ে এগিয়ে যেতে থাকে দল। এই জুটিতে দুইজনেই তুলে নেন ফিফটি। নাবিলের পঞ্চাশ আসে ৬০ বলে, ফাহিমের ৪৮। ফিফটির পরই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ফাহিম। শেষ হয় নাবিলের সঙ্গে তার ১১৭ রানের জুটি। দায়িত্ব নিয়ে দলের রানের চাকা সচল রাখেন নাবিল। সেঞ্চুরিতে পা রাখেন তিনি ৯৮ বলে, চার মেরে। মেহরব হাসান শেষ দিকে ৩ চারে করেন ১৫ বলে ২১ রান। বাংলাদেশ পায় তিনশর কাছাকাছি সংগ্রহ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৯৭/৪ (মাহফিজুল ১৭, ইফতেখার ২১, নাবিল ১২৭*, আইচ ২২, ফাহিম আহত অবসর ৫৮*, মেহরব ২১, আরিফুল ২*; গুলসান ১০-০-৬০-১, দুর্গেশ ৯-০-৫৯-০, বান্দারি ৬-০-৩১-১, বসির ৮-০-৩৬-০, খানাল ৭-১-৩০-০, আদিল ৭-০-৪৩-১, বিবেক ৩-০-৩১-০)