অনলাইন ডেস্ক :
বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। শুক্রবার তারা মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে দিয়েছে। দুর্দান্ত পারফর্ম করেছেন নাইম-সোহান ও জাবির। এর আগে নেপালের বিপক্ষেও ৩-০ সেটে জয় পেয়েছিল বাংলাদেশ। অন্যদিকে এদিকে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে মেয়েরা নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে হেরেছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির শুরু থেকেই নিখুঁত সার্ভ আর দারুণ সব অ্যাটাক শুরু করে বাংলাদেশের ছেলেরা। প্রথম সেট জিতে নেয় ২৫-১৪ ব্যবধানে। দ্বিতীয় সেটে মালদ্বীপ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশ জিতে যায় ২৯-১৯ পয়েন্টে। তৃতীয় সেট জমজমাট হয়ে ওঠে। একসময় ১৯-১৯-এর পর সেটের স্কোর ২১-২১ হয়ে যায়। নাইম হোসেন, সোহান শেখ ও সাঈদ আল জাবিরের তিন সফল অ্যাটাকে শেষ পর্যন্ত ২৫-২২ ব্যবধানের জয় পায় বাংলাদেশ। অধিনায়ক হরষিত বিশ্বাস বলেন, ‘আমরা দুই ম্যাচ জিতেছি। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। টানা দুই জয়ে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। মালদ্বীপের বিপক্ষে তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণ, এই সেটে কোচ নতুন কিছু খেলোয়াড়কে পরখ করেছেন। কেননা আগামী রোববার আমাদের পরের ম্যাচ শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কা অনেক শক্তিশালী দল; গত এসএ গেমসে আমরা ওদের বিপক্ষে মাত্র একটা সেট জিততে পেরেছিলাম। তবে এবার আমাদের মাঠেই খেলা।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা