অনলাইন ডেস্ক :
এক দিন পরেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। রোহিত শর্মার অনুপস্থিতিতে ওপেনার হিসেবে তো বটেই, দলের সহ-অধিনায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে লোকেশ রাহুলের কাঁধে। তবে এই ওপেনারই নাকি কিছুদিন আগে টেস্ট দলে সুযোগ পাওয়া নিয়েই সংশয়ে ছিলেন। সম্প্রতি তার সতীর্থ মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে আলাপচারিতায় এই তথ্য প্রকাশ করেছেন রাহুল। ২০১৪ সালে অভিষেকের পর লাল বলের ক্রিকেটে রাহুল নিজের জায়গা পাকা করতে পারেননি। বেশ কয়েক বার বাদ পড়েছেন। আবার ফিরেও এসেছেন। ২০১৮ সালের পর বহুদিন দলে সুযোগই পাননি। তবে ইংল্যান্ড সফরে বন্ধু ও বহুদিনের সতীর্থ মায়াঙ্ক আগরওয়ালের চোট তার জন্য জাতীয় দলের দরজা আবারও খুলে দেয়। ইংল্যান্ডের মাটিতে ৮ ইনিংসে ৩১৫ রান করে দলে নিজের জায়গা পাকা করে ফেলেন। দক্ষিণ আফ্রিকা সফরে দলের সহ-অধিনায়ক তো বটেই, ভবিষ্যতে অধিনায়ক হিসেবেও তাকে দেখা হচ্ছে। ২০১৯ সালে সিডনির পর আগামী রোববার সেঞ্চুরিয়ানে রাহুল ও মায়াঙ্ক আবার একসঙ্গে ওপেন করবেন। বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে মায়াঙ্কের সঙ্গে আলাপচারিতায় রাহুল বলেন, ‘ছয়-সাত মাস বা বছরখানেক আগেও ভাবতে পারিনি যে আমি আবার টেস্ট খেলার সুযোগ পাব। তবে সব কিছুই খুব দ্রুত পরিবর্তিত হয়েছে এবং আমি খুবই খুশি ও গর্বিত যে আমার ওপর এই সফরের জন্য সহ-অধিনায়কত্বের এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। নিজের সেরাটা দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা