November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 28th, 2021, 7:52 pm

এক টুকরো রুটির জন্য আফগান শিশুরা কাজ করছে

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের অর্থনীতি প্রায় ধসে পড়েছে। এর প্রভাব পড়েছে দেশব্যাপী। দেশটির লাখ লাখ মানুষ খাদ্য সংকটে পড়েছেন। তাই বাধ্য হয়ে দেশটির শিশুরাও কাজ করছে। পরিবারের খাদ্য যোগারে তাদেরও শ্রম দিতে হচ্ছে। প্রতিনিয়ত বাড়ছে খাদ্য সংকট। আর বাড়ছে শিশুদের কাজে যোগদানের পরিমাণও। তালেবান দেশটির ক্ষমতা নেওয়ার আগ থেকেই খরায় দেশটির কৃষি শস্য নষ্ট হলে খাদ্য সংকটে পড়ে আফগানরা। তালেবান ক্ষমতা নেওয়ার পর সেই সংকট আরও তীব্র হয়। যা হাজার হাজার শিশুকে কাজ করতে বাধ্য করে। খবর বিবিসি অনলাইনের। তালেবান ক্ষমতা নেওয়ার পর আন্তর্জাতিক অনুদানে ভাঁটা পড়ে। কারণ তালেবান ক্ষমতা দখলের পর দাতা সংস্থাগুলো তাদের অর্থায়ন বন্ধ করে দেয়। তার মধ্যে দেওয়া হয় নিষেধাজ্ঞা। এতে করে দেশব্যাপী বেকার হয়ে পড়েন হাজার হাজার মানুষ। ফলে পরিবারের খাদ্য সংকট কাটাতে শিশুদেরও নামতে হয় কাজে। দেশটির রাজধানী কাবুলে সম্প্রতি জুতা পরিষ্কারের কাজে নেমেছে এমন একদল শিশুর সঙ্গে সারাদিন কাটিয়ে ভিডিও প্রতিবেদন করেছেন বিবিসির সেকুন্ডার কেরমানি। তার অংশ বিশেষে শিশুরা বলে, তারা কেন কাজে নেমেছে এবং তাদের পরিবারের দুরাবস্থার কথা। এক শিশু বলে, আমার বাবা কাজ হারিয়েছেন। বাড়ির আর কারও কাজ ছিল না। তাই আমি জুতা পরিষ্কারের কাজ শুরু করি। আরেক শিশু জানায় সে গাড়ি পরিষ্কার করে। তাকে জিজ্ঞাসা করা হয় তার কাজ করতে কষ্ট হয় কি না। উত্তরে সে বলে, হ্যাঁ কষ্ট হয়। এ সময় তার তিন কাজিনকে দেখিয়ে বলে তারা এক মাস আগ থেকে কাজ শুরু করেছে। সে তাদের সঙ্গে থাকে। কাবুলের যেকোনো জায়গায় এখন শিশুদের কাজ করতে দেখা যায়। কেউ গাড়িতে ধুপের ধোঁয়া দেয়। কেউ ময়লা আবর্জনা থেকে এটা সেটা সংগ্রহ করে। শিশুরা সকালে ঘুম থেকে উঠেই কাজের খোঁজে বের হয়।