অনলাইন ডেস্ক :
আবুধাবিতে চলতি মাসে অনুষ্ঠিত প্রদর্শনী ম্যাচ অংশ নেয়া পঞ্চম খেলোয়াড় হিসেবে করোনা পজিটিভ হলেন রাশিয়ান তারকা আন্দ্রে রুবলেভ। এর আগে রাফায়েল নাদাল ও তার কোচ কার্লোস ময়া, কানাডিয়ান তারকা ডেনিস শাপোভালোভ, অলিম্পিক টেনিস বিজয়ী বেলিন্ডা বেনসিচ ও তিউনিশিয়ান জোনস জুবায়ের সংযুক্ত আরব আমিরাতের প্রদর্শণীটুর্নামেন্টে অংশ নেবার পর করোনা পজিটিভ হয়েছিলেন। বিশ্বের পাঁচ নম্বর তারকা রুবলেভ টুইটারে লিখেছেন, ‘আমি বর্তমানে বার্সেলোনায় আছি এবং দূর্ভাগ্যবশত: আমি করোনা পজিটিভ হয়েছি। এই মুহূর্তে আমি আইসোলেশনে আছি ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য প্রোটোকল মেনে চলছি।’ একই সাথে রুবলেভ জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনকে সামনে রেখে সকলের জন্য যদি নিরাপদ হয় তবেই তিনি মেলবোর্ন সফরে যাবেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমার দুই ডোজ ভ্যাক্সিন নেয়া আছে এবং এটিপি কাপ ও অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্রস্তুতি নিতেই বার্সেলোনায় এসেছিলাম। এখন আমাকে আগে সুস্থ হয়ে উঠতে হবে। সবকিছু ঠিক থাকলে মেলবোর্নে খেলতে যাব।’ আগামী ১ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হওয়া এটিপি কাপে রাশিয়াকে প্রতিনিধিত্ব করার কথা রয়েছে ২৪ বছর বয়সী রুবলেভের। ১৭ জানুয়ারি থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা