অনলাইন ডেস্ক :
গ্লোব সকারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, রবার্ট লেভানদোস্কি, জেনি হার্মোসো এবং আলেক্সিয়া পুটেলাসকে পেছনে ফেলে এই পুরস্কার জিতলেন তিনি। সোমবার রাতে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এমবাপ্পের হাতে তুলে দেয়া বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি। গ্লোব সকার অ্যাওয়ার্ডস-এর এই আয়োজনে পুরোপুরি সম্পৃক্ত ছিল স্প্যানিশ স্পোর্টস নিউজপেপার মার্কা। তবে, ফাইনালিস্ট নির্ধারণ করা হয় বিশ্বব্যাপি ৫ মিলিয়ন (৫০ লাখ) ভক্তের সরাসরি ভোটের মাধ্যমে। ২০ ডিসেম্বরের মধ্যে বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া শেষ করে দেয়া হয়। সোমবার প্রকাশ করা হয় পুরস্কারপ্রাপ্তদের নাম।
গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতেছেন যারা
* ফ্যান’স প্লেয়ার অব দ্য ইয়ার: রবার্ট লেওয়ানডস্কি
* প্লেয়ার অব দ্য ইয়ার (পুরুষ): কিলিয়ান এমবাপ্পে
* ম্যারাডোনা অ্যাওয়ার্ড: রবার্ট লেভানদোস্কি
* সর্বকালের সেরা গোলদাতা: ক্রিশ্চিয়ানো রোনালদো
* বর্ষসেরা জাতীয় দল: ইতালি
* বর্ষসেরা এজেন্ট: ফেডেরিকো পাস্তোরেলো
* বর্ষসেরা ক্লাব: চেলসি
* বর্ষসেরা ডিফেন্ডার: লিওনার্দো বোনুচ্চি
* বর্ষসেরা গোলরক্ষক: জিয়ানলুইজি ডোনারুমা
* বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা
* বর্ষসেরা নারী ফুটবলা: আলেক্সিয়া পুটেলাস
** ইনোভেশন অ্যাওয়ার্ড: সিরি-আ।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা