November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 28th, 2021, 8:10 pm

স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিতল শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক :

বাদ্য-বাজনার তালে তালে সমর্থকদের ‘বাংলাদেশ-বাংলাদেশ’ গর্জনে মুহূর্তমুহূ কেঁপে উঠল গ্যালারি। কিন্তু এমন দারুণ আবহরে মধ্যেও শ্রীলঙ্কার বিপক্ষে জাবির-হরষিতরা নিজেদের মেলে ধরতে পারল না। প্রথম সেটে দারুণ লড়াই করে হারের পর সেই যে পথ হারাল দল, পরে পারেনি ঘুরে দাঁড়াতে। স্বাগতিকদের হারিয়ে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপের প্রথম শিরোপা জিতল শ্রীলঙ্কা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপের ফাইনালে ৩-০ সেটে জিতে শ্রীলঙ্কা। প্রথমবারের মতো এই আসরে খেলতে এসেই বাজিমাত করল তারা। প্রথম সেটে শেষ দিকে দারুণ জমে ওঠে লড়াই। ২৫-২৫ সমতার পর শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে যায় ২৮-২৬ ব্যবধানে। দ্বিতীয় সেটে আরও বিবর্ণ বাংলাদেশ হেরে যায় ২৫-২০ পয়েন্টে। তৃতীয় সেটে জমজমাট লড়াই হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ২৫-২০ পয়েন্টে হেরে যায় আলিপোর আরোজির দল। এই আসরে বাংলাদেশের শিরোপা জয়ের অপেক্ষা আরও বাড়ল। ২০১৬ সালে কিরগিজস্তানকে হারিয়ে নিজেদের একমাত্র শিরোপার স্বাদ পেয়েছিল দল। ২০১৮ সালের পর এবারই প্রথম এই আসরের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। নেপালকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে সরাসরি সেটে মালদ্বীপের বিপক্ষে জিতে। নিজেদের তৃতীয় ম্যাচে আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩-১ সেটে হেরে যায় দল। চতুর্থ ম্যাচে জমজমাট লড়াইয়ে উজবেকিস্তানের বিপক্ষে ৩-২ সেটে জিতে আলিপোর আরোজির দল। কিন্তু শেষটা জয়ের রঙে হলো না রঙিন। বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন উইমেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপের মুকুট ধরে রেখেছে নেপাল। পাঁচ সেটে গড়ানো রোমাঞ্চকর ফাইনালে উজবেকিস্তানকে ৩-২ সেটে (২৬-২৪, ২৪-২৬, ২৫-১৫, ২২-২৫, ১৫-১০) হারায় তারা। ২০১৯ সালে এই প্রতিযোগিতার প্রথম শিরোপা জিতেছিল নেপাল। মেয়েদের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কিরগিজস্তানকে ৩-০ সেটে হারিয়েছে (২৬-২৪, ২৫-১৬, ২৫-২২) শ্রীলঙ্কা।