অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লিগ বিগ ব্যাশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সম্প্রতি দুই দলের মোট ১১ জন ক্রিকেটার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রমিত হয়েছেন বেশ কয়েক জন সাপোর্ট স্টাফ। মেলবোর্ন স্টার্সের ৭ ক্রিকেটার ও ৮ সাপোর্ট স্টাফ এবং সিডনি থান্ডার ক্লাবের চার ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ এসেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনায় আক্রান্ত বাড়লেও লিগ স্থগিত করার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যেভাবে ক্লাবগুলো করোনা পরিস্থিতি সামলাচ্ছে সেটা প্রশংসার যোগ্য। প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে। কারও রিপোর্ট পজিটিভ এলে সঙ্গে সঙ্গে তাকে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। তাই এই মুহূর্তে সূচি অনুযায়ী লিগ এগিয়ে যাবে। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের ব্যাটার ট্রাভিস হেড। ফলে চতুর্থ টেস্টে তিনি মাঠে নামতে পারবেন না। এই মুহূর্তে তিনি মেলবোর্নে কোয়ারেন্টিনে আছেন। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। আক্রান্ত হয়েছেন অ্যাশেজের ম্যাচ রেফারি ডেভিড বুন। যে কারণে তিনি সিডনিতে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকতে পারবেন না।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা