November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 31st, 2021, 8:08 pm

বাইডেনকে সম্পর্কচ্ছেদের হুঁশিয়ারি পুতিনের

অনলাইন ডেস্ক :

ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুঁশিয়ারি দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন নিষেধাজ্ঞা আরোপ করলে মস্কো-ওয়াশিংটনের সম্পর্ক পুরোপুরি ভেঙে যেতে পারে। চলমান সমস্যা নিরসনে করণীয় নিয়ে গত বৃহস্পতিবার বাইডেনের সঙ্গে ফোনালাপে পুতিন আরও বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা মানে ‘চরম ভুল সিদ্ধান্ত’। গত বৃহস্পতিবার এই দুই নেতার পূর্ব নির্ধারিত ফোনালাপ নিয়ে আগ্রহের কমতি ছিল না অনেকের। আলোচনার বেশিরভাগই ইউক্রেনের চলমান উত্তেজনা নিয়ে হয়েছে বলে নিশ্চিত করেছে দুই দেশ। রাশিয়ার অনুরোধে চলতি মাসে দ্বিতীয় বারের মতো বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে পুতিনের। এদিন প্রায় ৫০ মিনিট কথা হয়। পুতিনের হুঁশিয়ারির জবাবে বাইডেন বলেন, মস্কো যদি ইউক্রেনে আক্রমণ করে তবে নিষেধাজ্ঞা অনিবার্য। একইসঙ্গে ইউক্রেনের সীমান্ত থেকে সেনা প্রত্যাহার এবং উত্তেজনা পরিহারের আহ্বান জানান তিনি। ইউক্রেনে দাবি করে আসছে তাদের সীমান্তে এক লাখের বেশি রুশ সেনা অবস্থান করছে। এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। তবে মস্কো বরাবরই অভিযোগ অস্বীকার করে বলছে, ইউক্রেনে আক্রমণের কোনও পরিকল্পনা নেই তাদের। সীমান্তে অবস্থানরত সেনারা নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার দুই নেতার কথাপোকথনের বিষয়ে রুশ পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ জানান, বাইডেনের সঙ্গে এদিনের ফোনালাপে সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন। ভবিষ্যতে আলোচনার প্রেক্ষাপট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে এদিনের আলাপে একটু ভিন্ন কথা বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ মার্কিন কর্মকর্তা। তার ভাষায় দুই নেতার মধ্যে কথাপোকথন স্বাভাবিক ছিল না। কিছুটা উত্তপ্ত লক্ষ্য করা গেছে। হোয়াইট হাউজ মুখপাত্র জেন সাকি বলেন, বাইডেন স্পষ্ট বার্তা দিয়েছেন যে ইউক্রেনে হামলা হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রতিক্রিয়া জানাতে ভুল করবে না।