অনলাইন ডেস্ক :
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। শনিবার রাতে দলের সবার করোনা পরীক্ষা করিয়েছে পিএসজি। রোববার প্রাপ্ত রিপোর্টে সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসি করোনা পজিটিভ হয়েছে বলে নিশ্চিত করেছে পিএসজি। তবে শুধু মেসি নন, দলটির আরও তিন ফুটবলার করোনায় আক্রান্ত। তারা হলেন লেফট ব্যাক জুয়ান বের্নাট এবং ব্যাকআপ গোলকিপার সার্জিও রিকো এবং ১৯ বছর বয়সী মিডফিল্ডার নাথান বিটুমাজালা। আক্রান্ত সবাই এখন আইসোলেশনে আছেন। সোমবার রাতে ফ্রেঞ্চ কাপে ভাস অলিম্পিক ক্লাবের সঙ্গে ম্যাচের আগে এই খবর পিএসজির জন্য নিঃসন্দেহে বড় দুঃসংবাদ। সম্প্রতি ছুটি কাটাতে লিওনেল মেসি সপরিবার আর্জেন্টিনায় গিয়েছিলেন। স্ত্রী রোকুজ্জো এবং সন্তানদের সঙ্গে মেসির একটি নাচের ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে। এরপর তিনি প্যারিসে ফিরে দলের সঙ্গে যোগ দিতেই এলো করোনায় আক্রান্ত হওয়ার খবর। এর আগে ছুটি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা