অনলাইন ডেস্ক :
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। ১৮ বছরের লম্বা ক্যারিয়ারের ইতি টেনেছেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যেতে চান ৪১ বছর বয়সী এই তারকা। সম্প্রতি তিনি খেলেছেন শ্রীলঙ্কার এলপিএল। পাকিস্তানের পিএসএলে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন লাহোর কালান্দার্সের সঙ্গে। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হাফিজের। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালই হয়ে রইল তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টি খেলে হাফিজ করেছেন ১২৭৮০ রান। ২০১৮ সালের ডিসেম্বরে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন তিনি। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে উপেক্ষিত থেকেছেন হাফিজ, তার শেষ এক দিনের ম্যাচ ছিল লর্ডসে বাংলাদেশের বিপক্ষে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা