অনলাইন ডেস্ক :
করোনা পরিস্থিডুতে নাজুক ইংলিশ প্রিমিয়ার লিগে কিছুটা হলেও স্বস্তির খবর মিলেছে। গত ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সপ্তাহের ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। এই সময়ের মধ্যে ৯৪টি নতুন কেস পাওয়া গেছে বলে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, গত আট সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। লিগের এক বিবৃতিতে বলা হয়েছে ১৪,২৫০ জন খেলোয়াড় ও স্টাফের করোনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ৯৪ জন পজিটিভ হয়েছেন। এর মধ্যে ২৭-৩০ ডিসেম্বর প্রথম ধাপে ৮৩৩৫টি পরীক্ষার মধ্যে ৬৫টি ও ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি দ্বিতীয় ধাপে ২৪৩৪টি পরীক্ষার মধ্যে ২৯টি নতুন কেস ধরা পড়েছে। উল্লেখ্য অক্টোবরের প্রথম সপ্তাহে যেখানে একটি পজিটিভ কেসও পাওয়া যায়নি সেখানে ডিসেম্বরের এসে এক সপ্তাহে সর্বোচ্চ ১০৩ জন পজিটিভ হয়েছিলেন। ওমিক্রন ভেরিয়েন্টের কারণে ব্যপক হারে ছড়িয়ে পড়া এই করোনা মহামারীর কারণে ইতোমধ্যেই প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ১৮টি ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়েছে। গত ১৪ ডিসেম্বর ব্রেন্টফোর্ড বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ম্যাচ স্থগিতের মধ্য দিয়ে লিগ কর্তৃপক্ষ প্রথম ধাক্কা খায়। এরপর একে একে স্থগিত হয়ে গেছে বার্নলি-ওয়াটফোর্ড, লিস্টার-টটেনহ্যাম, ম্যান ইউ-ব্রাইটন, সাউদাম্পটন-ব্রেন্টফোর্ড, ওয়াটফোর্ড-ক্রিস্টাল প্যালেস, ওয়েস্ট হ্যাম-নরউইচ, এ্যাস্টন ভিলা-বার্নলি, এভারটন-লিস্টার, লিভারপুল-লিডস, উল্ফস-ওয়াটফোর্ড, বার্নালি-এভারটন, লিডস-এ্যাস্টন ভিলা, আর্সেনাল-উল্ফস, এভারটন-নিউক্যাসেল, লিস্টার-নরউইচ, সাউদাম্পটন-নিউক্যাসেলের মধ্যকার ম্যাচগুলো।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা