November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 5th, 2022, 8:08 pm

ক্ষমা চেয়ে চেলসি দলে লুকাকু

অনলাইন ডেস্ক :

‘কোচ থমাস টাচেলের অধীনে খুশী নন’- এমন মন্তব্য করে বিরাগভাজন হওয়া চেলসি ফরোয়ার্ড রোমেলু লুকাকু শেষ পর্যন্ত ‘সরি’ বলেছেন। স্কাই স্পোর্টস ইতালিয়াতে দেয়া এক সাক্ষাতকারে বেলজিয়ান এই ফরোয়ার্ড গত মাসে টাচেল সম্পর্কে এই মন্তব্য করেছিলেন। স্বাভাবিকভাবে কোন কোচই শিষ্যর এই বিরূপ মন্তব্য খুব একটা ভাবে ভাবে মেনে নিবে না। ২৮ বছর বয়সী লুকাকু রোববার লিভারপুলের বিপক্ষে মৌসুমের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দল থেকে বাদ পড়েন। এমনিতেই ইনজুরি ও কোভিড আক্রান্ত মিলিয়ে দলের অবস্থা নাজুক। তারপরেও টাচেল লুকাকুর মত খেলোয়াড়কে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের বাইরে রাখতে সাহস দেখিয়েছেন। শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে ক্লাবের ওয়েবসাইটে লুকাকু বলেছেন, ‘আমি যা করেছি তার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি। অবশ্যই এটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করছে কিভাবে আমি আবারো টাচেলের আস্থা ফিরিয়ে আনবো। অনুশীলনে আমি প্রতিদিনই নিজের শতভাগ প্রতিশ্রুতি দেবার চেষ্টা করে থাকি। মাঠেও আমি চেষ্টা করি ম্যাচে জয়ী হবার জন্য নিজেকে শতভাগ উজাড় করে দিতে। একইসাথে বিষয়টি জন্য আমি ম্যানেজার, সতীর্থ ও বোর্ডের কাছে ক্ষমা চাচ্ছি। কারণ আমি মনে করি এসব মন্তব্য করার এটি সঠিক সময় নয়। এখান থেকে আমি বেরিয়ে আসতে চাই। এই মুহূর্তে আমি নিশ্চিত করতে চাই দলের একজন ভাল স্বভাবের খেলোয়াড় হিসেবে প্রতিটি ম্যাচে আমি পারফর্ম করছি।’ ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে চেলসি ৯৮ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছিল। ক্যারিয়ারের শুরুতে তিন বছর স্ট্যামফোর্ড ব্রীজে কাটিয়েছিলেন লুকাকু। ইটালিয়ান সম্প্রচান কেন্দ্রকে লুকাকু আরো জানিয়েছেন তিনি ইন্টার মিলানে ফিরতে আগ্রহী। এ সম্পর্কে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কি আমি এ সম্পর্কে আরো স্পষ্ট হতে চাই। ইন্টার থেকে এখানে নিয়ে আসতে চেলসির সবাই অনেক কষ্ট করেছে। আমি নিজেও এখানে ফিরে আসতে চেয়েছিলাম। মাত্র ১৮ বছর বয়সে প্রথম এখানে খেলেছিলাম। এখন আমার বয়স ২৮ বছর, সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এখানকার পরিবেশ সেই আগের মতই আমি উপভোগ করি।’
এর আগে দিনের শুরুতে টাচেল বলেছেন তিনি লুকাকুর ক্ষমা প্রার্থনাকে গ্রহণ করে নিয়েছেন। টটেনহ্যামের বিপক্ষে লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে লুকাকু দলেও আছেন বলে জানিয়েছেন টাচেল। চেলসি বস অবশ্য ঘটনাটির পর বলেছিলেন, ‘বিষয়টি চিন্তা করলে অনেক বড় কিছু নয়, আবার ছোটও নয়। এই প্রথম সে আমার সাথে এই ধরনের আচরণ করেছে। কিন্তু সবকিছু ভালভাবে সম্পন্ন হয়েছে এটাই গুরুত্বপূর্ণ।’