November 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 15th, 2021, 8:08 pm

উরুগুয়ের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই: মেসি

স্পোর্টস ডেস্ক :

দারুণ খেলেও চিলির বিপক্ষে তিন পয়েন্ট মিলেনি। সামনের প্রতিপক্ষ কোপা আমেরিকার রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। নিজেদের শুরুটা ভালো না হওয়ায় সতর্ক আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। চিলির বিপক্ষে ড্রয়ের পর জানালেন, উরুগুয়ের বিপক্ষে জিততেই হবে তাদের। রিও দে জেনেইরোর নিল্তন সান্তোসে মঙ্গলবার ভোরে কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপের ম্যাচে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে তারা। দুটি দলেরই কোপা আমেরিকায় শিরোপা খরা চলছে দীর্ঘদিন। উরুগুয়ের ২০১১ সাল থেকে। আর্জেন্টিনার ১৯৯৩ সাল থেকে। প্রায় তিন দশকের অপেক্ষার অবসানই নয়, মেসিদের সামনে সুযোগ আছে উরুগুয়ের রেকর্ড সাফল্য ছোঁয়ার। চিলির কাছে পয়েন্ট খোয়ানোর পর উরুগুয়ে ম্যাচ নিয়ে আরও বেশি সতর্ক মেসি। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে সুয়ারেসদের বিপক্ষে ম্যাচটি আরও কঠিন হবে বলে মনে করেন তিনি। “আমরা জয়ে শুরু চেয়েছিলাম। কঠিন এক দলের বিপক্ষে জয়ে শুরু করাটা গুরুত্বপূর্ণ ছিল। এখন আমাদের সামনে উরুগুয়ে, যারা আমাদের সমমানের এবং ম্যাচটা আরও জটিল হবে।” “এই কোপা আমেরিকায় আমাদের শুরুতে খুবই কঠিন দুটি ম্যাচ এবং এ কারণে আমরা জয়ে শুরু চেয়েছিলাম। কিন্তু পারিনি। উরুগুয়ের বিপক্ষে অবশ্যই জিততে হবে।”