November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 9th, 2022, 7:55 pm

১৫ বছর পর ‘পঞ্চপান্ডব’ ছাড়াই টেস্ট খেলছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের ক্রিকেটে বহুল আলোচিত উপাধি ‘পঞ্চপান্ডব’। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ- এই পাঁচ মহাতারকাকে একসঙ্গে বলা হয় পঞ্চপান্ডব। যাদের পুরোভাগে মাশরাফি বিন মুর্তজা। যদিও সম্প্রতি সাকিব আল হাসান নিজেকে পঞ্চপান্ডবের এক নম্বর হিসেবে দাবি করেছেন। সে যাই হোক, বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতিতে এই পঞ্চপান্ডবের ভূমিকা অনস্বীকার্য। কালের পরিক্রমায় সেই বৃত্ত এখন ভাঙছে। রোববার থেকে শুরু হওয়া ক্রাইস্টচার্চ টেস্টে নেই পঞ্চপান্ডবের কোনো সদস্য। মাশরাফি তো সেই ২০০৯ সাল থেকে টেস্ট খেলেন না। মাহমুদউল্লাহ রিয়াদ আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসর নিয়েছেন। সাকিব আল হাসান ‘পারিবারিক কারণে’ এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন। তামিম ইকবাল ইনজুরির কারণে দলের বাইরে। পঞ্চপান্ডবের একমাত্র সদস্য হিসেবে সফরে ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু তিনিও ম্যাচের আগের দিন কুঁচকির চোটে ছিটকে গেছেন। যে কারণে ক্রাইস্টচার্চ টেস্টে পঞ্চপান্ডবের কেউ নেই। বলতে গেলে একদম তরুণ দল নিয়ে পূর্ণশক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টিম টাইগার। অধিনায়ক মুমিনুল ছাড়া সিনিয়র তথা অভিজ্ঞ কোনো ক্রিকেটার এই দলে নেই। গত ১৫ বছরে এমন দৃশ্য দেখা যায়নি। ২০০৯ সালের পর থেকে অন্তত চার সিনিয়রকে একসঙ্গে দেখা যেত। এখন সবার ক্যারিয়ারই শেষের পথে। তাই সময় এসেছে তরুণদের সামনে। এভাবেই গড়ে তুলতে হবে আরও একটি প্রজন্ম, ভবিষ্যতের পঞ্চপান্ডব।