November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 12th, 2022, 8:03 pm

বিসিএলের ফাইনালে অনিশ্চিত সাকিব

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ড সিরিজে ছুটি নিলেও পুরোপুরি বসে থাকতে চাননি সাকিব আল হাসান। তাই বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ভার্সনে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু টানা দুই ম্যাচ খেলে গত মঙ্গলবার আকস্মিকভাবেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বেরিয়ে গেছেন তিনি। ফিরে এসেছেন ঢাকায়। এর ফলে তৃতীয় ম্যাচতো বটেই, ফাইনালেও সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী বৃহস্পতিবার মধ্যাঞ্চল নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে। ইতোমধ্যে দুই ম্যাচ জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছে সাকিবের দল। নিশ্চিতভাবেই ম্যাচটিতে খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের। তবে আগামী ১৫ জানুয়ারির ফাইনালে সাকিবকে পাওয়ার আশা করছে মধ্যাঞ্চলের টিম ম্যানেজমেন্ট। যদিও দলের ম্যানেজার রবিউল ইসলাম মিল্টনের কথায় পুরোপুরি নিশ্চয়তা পাওয়া যায়নি, ‘সাকিবের সঙ্গে ফাইনাল খেলার ব্যাপারে কথা হয়েছে। উনি আমাদের বলেছেন, দুইদিন পর জানাবেন। অনেক দিন পর মাঠে ফেরার কারণে সাকিব কিছুটা ফিটনেস জটিলতায় আছেন। হয়তো কয়েক দিনেই সেটি কেটে যাবে।’ এদিকে গত মঙ্গলবার মাঠ ছাড়ার সময় ফাইনাল খেলার ব্যাপারে সাকিব বলে গেছেন, ‘এই মুহূর্তে বলতে পারছি না, দেখা যাক।’ জাতীয় নির্বাচক হাবিবুল বাশার নিশ্চিত করেছেন তার কোনও ইনজুরি নেই, ‘সাকিবের কোনও ইনজুরি নেই। ফিটনেস নিয়ে একটু ভুগছে, বিপিএলের সময় পুরোপুরি ফিট হয়ে যাবে আশা করা যায়। জাতীয় দলের হয়ে যখন খেলবে, এই সমস্যা আর থাকবে না।’ ব্যক্তিগত কারণে সাকিব নিউজিল্যান্ড সফরে যাননি। পরে নিজ উদ্যোগে বিসিএল খেলার আগ্রহ প্রকাশ করলে মধ্যাঞ্চল তাকে দলে ভেড়ায়। বিসিএলের দুই ম্যাচে ব্যাট হাতে রানও পেয়েছেন। তবে ইনিংস বড় করতে পারেননি। প্রথম ম্যাচে ৩৫ ও দ্বিতীয় ম্যাচে করেছেন ৩৩ রান। দুই ম্যাচে উইকেট নিয়েছেন তিনটি।