November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 13th, 2022, 8:13 pm

বাংলাদেশের খেলা হচ্ছে না ইন্দোনেশিয়ায়

অনলাইন ডেস্ক :

কদিন আগে নিয়োগ পাওয়া কোচ হাভিয়ের কারবেরার অধীনে ইন্দোনেশিয়ায় দুটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু জাতীয় দলের অনেক খেলোয়াড় টিকা না নেওয়ায় ইন্দোনেশিয়া যাওয়াই হচ্ছে না দলের। আগামী ২৪ ও ২৭ তারিখে বালিতে ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। এজন্য ১৫ বা ১৬ জানুয়ারির মধ্যে কাবরেরার ঢাকায় আসার কথা। বাফুফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে ম্যাচ দুটি না হওয়ার কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ফুটবল অ্যাসোসিয়েশন অব ইন্দোনেশিয়া হতে জানাতে হয়, ইন্দোনেশিয়ায় প্রবেশের ক্ষেত্রে সকল খেলোয়াড় ও টিম অফিসিয়াল প্রত্যেকের কোভিড-১৯ দুটি ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক।” বিপত্তিটা বেঁধেছে এখানেই। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান নাবিল ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন সবার টিকা না নেওয়ার বিষয়টি। “আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়াতে আমাদের যে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল, সে বিষয়ে আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের জাতীয় দলের কোচ আগামী ১৫ তারিখে ঢাকায় চলে আসবে। খেলোয়াড়দের তালিকাও করেছি।” “আমরা যে তালিকা করেছি, সেটা পর্যালোচনা করে দেখেছি, আমাদের ১৫ খেলোয়াড়ের ডাবল ডোজ ভ্যাকসিনেশন আছে। সাত জন খেলোয়াড়ের সিঙ্গেল ডোজ আছে এবং বাকি ছয় জন খেলোয়াড়ের কোনো ভ্যাকসিনেশন হয়নি। এ কারণে আমরা ইন্দোনেশিয়া যেতে পারছি না।” আগামী মার্চের ফিফা উইন্ডোতে ম্যাচ দুটি আয়োজনের এবং তার আগে খেলোয়াড়দের সবাইকে টিকার আওতার আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন নাবিল।