অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়ান ওপেনে নিজের অভিষেকটা জয় দিয়ে রাঙালেন যুক্তরাজ্যের টেনিস খেলোয়াড় এমা রাডুকানু। নিজের অভিষেকে যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিভেন্সকে হারিয়ে জয়ের খাতা খুললেন এ ব্রিটিশ তারকা। গত ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হয়ে হইহই ফেলে দেন রাডুকানু। টেনিসের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেন জয়ের অনন্য কীর্তি গড়েন রাডুকানু। এবার এসেছেন অস্ট্রেলিয়ান ওপেনে বাজিমাত করতে। গত মঙ্গলবার মেলবোর্নে নিজের প্রথম ম্যাচে সে সামর্থ্য দেখালেন এ ব্রিটিশ তারকা। নিজের প্রথম সেট জেতেন মাত্র ১৭ মিনিটে। যদিও দ্বিতীয় সেটে হেরে বসেন ১৯ বছর বয়সি এ খেলোয়াড়। পরে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে কোর্ট ছাড়েন তিনি। মোট তিন সেটে ৬-০, ২-৬, ৬-১ গেমে ম্যাচটি জেতেন রাডুকানু। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে মন্টিনেগ্রোর দানকা কোভিনিচের মুখোমুখি হবেন ১৭তম বাছাই রাডুকানু।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা