অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়ান ওপেনে অভিষেকটা সুখকর হলো না ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন এমা রাদুকানুর। নারী এককের দ্বিতীয় রাউন্ডে এসেই হোচট খেলেন ১৯ বছর বয়সী ব্রিটিশ এই টেনিস তারকা। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে র্যাংকিংয়ে ৯৮তম স্থানে থাকা মন্টিনিগ্রিন তারকা ডাঙ্কা কোভিনিকের মুখোমুখি হন ব্রিটিশ নাম্বার ওয়ান রাদুকানু। এতে শুরুতে ৩-০ তে লিড নিলেও শেষ পর্যন্ত হেরে যান তিনি। লিড নেওয়ার পরই হালকা ইনজুরিতে পড়েন রাদুকানু। এরপর কোর্টেই প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও খেলতে নামেন। তবে প্রথম সেট হেরে যান। এরপর দ্বিতীয় সেট তীব্র লড়াই করে জিতে নেন ব্রিটিশ তারকা। শেষ পর্যন্ত মার্গারেট কোর্ট অ্যারেনায় ৬-৪, ৪-৬, ৬-৩ ব্যবধানে পরাজিত হন তিনি। এবারই প্রথম অস্ট্রেলিয়ান ওপেন খেলতে আসেন এমা রাদুকানু। অন্যদিকে, প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শীর্ষ ৩২ বা তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন ডাঙ্কা কোভিনিক।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা