November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 20th, 2022, 8:03 pm

টেস্ট র‌্যাংকিংয়ে ভারতের পতন

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার মাটিতে সদ্যই ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে গেছে ভারত। ওই সিরিজ শেষে সাদা পোশাকের নেতৃত্বও ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। সিরিজ হারের কারণে আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে তৃতীয় স্থানে নেমে গেল ভারত। অন্যদিকে ৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জিতে টেস্টে শীর্ষ স্থানে উঠে এসেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জয়ের পর জোহানেসবার্গ ও কেপটাউনে হারতে হয় বিরাট কোহলিদের। তার প্রভাব পড়েছে পয়েন্ট তালিকায়। ভারতের রেটিং পয়েন্ট কমে গেছে। অন্যদিকে চারটি টেস্ট জিতে অস্ট্রেলিয়ার পয়েন্ট বেড়ে হয়েছে ১১৯। ফলে ভারত ও নিউজিল্যান্ডকে তারা টপকে গেছে। বাংলাদেশের বিপক্ষে ১-১ ব্যবধানে টেস্ট সিরিজ শেষ করার পরে নিউজিল্যান্ডের পয়েন্ট হয়েছে ১১৭। অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে ৪-০ ব্যবধানে অ্যাশেজ হেরেও তালিকায় চার নম্বর স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের সুফল পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ১০১ পয়েন্ট পেয়ে তারা ষষ্ঠ স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। ছয় নম্বরে আছে পাকিস্তান। বাবর আজমদের পয়েন্ট ৯৩। তালিকায় পরের দেশগুলো হলো যথাক্রমে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।