অনলাইন ডেস্ক :
কাতার বিশ্বকাপে এরইমধ্যে কোয়ালিফাই করে ফেলেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ বাছাইয়ের আরো ম্যাচ বাকি আছে দলটির। বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে বাইরে রেখেই সাজানো হয়েছে স্কোয়াড। করোনা থেকে মুক্ত হওয়া মেসির ফিটনেস ফিরে পেতেই তাকে বিশ্রামে রাখা হয়েছে। স্কোয়াডে রাখা হয়নি ক্রিশ্চিয়ান রোমেরোকেও। তাই চিলি-কলম্বিয়ার মতো পরাশক্তির বিপক্ষে মেসি-রোমেরোকে ছাড়াই মাঠে নামবে আর্জেন্টিনা। জুভেন্টাস তারকা পাওলো দিবালা অবশ্য ডাক পেয়েছেন দলে। মেসি না থাকায় মেসির জায়গায় দিবালা কতটা আলো ছড়াতে পারেন, সেটিই এখন দেখার বিষয়। বাংলাদেশ সময় আগামী ২৮ জানুয়ারি শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে লিওনেল স্কালোনির দল নামবে চিলির মাঠে। এরপর ২ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে নিজেদের মাটিতে ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা