অনলাইন ডেস্ক :
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাইজার্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি লো-স্কোরিং হলেও উত্তেজনা ছিল কুমিল্লার ইনিংসের শুরু থেকেই। একের পর এক উইকেট তুলে নিয়ে কুমিল্লাকে চেপে ধরেছিল সিলেট। তবে শেষ হাসি হেসেছে কুমিল্লাই।
সিলেটের দেওয়া ৯৭ রানের টার্গেটে কুমিল্লা পৌঁছে ২ উইকেট ও ৮ বল হাতে রেখে। ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে শঙ্কায় পড়েছিল কুমিল্লা। এরপর মাহিদুল ইসলাম অঙ্কন (৯) ও তানভির ইসলাম (৩) দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। কুমিল্লার পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেছেন আফগান তারকা করিম জানাত। ১৬ রান করে করেছেন ক্যামেরন ডেলপোর্ত ও নাহিদুল ইসলাম। ১৫ রান করেছেন মুমিনুল হক। সিলেটের পক্ষে নাজমুল হোসেন ৩টি উইকেট নিয়েছেন। এ ছাড়া সোহাগ গাজি ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নেন। এর আগে, টসে হেরে আগে ব্যাট করতে নেমে কুমিল্লার বোলিং তোপে ১৯ দশমিক ১ ওভারে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় সিলেটের ইনিংস। সর্বোচ্চ ২০ রান করেন দলটির প্রোটিয়া তারকা কলিন ইনগ্রাম। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান এসেছে আরেক বিদেশী রবি বোপারার ব্যাট থেকে। অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত করেন ৩ রান। এ ছাড়া মোহাম্মদ মিঠুন করেন ৫ রান। কুমিলার পক্ষে ২টি করে উইকেট নেন নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। একটি করে উইকেট নেন তানভির ইসলাম, মুমিনুল হক ও আফগান তারকা করিম জানাত। ম্যাচসেরা হয়েছেন নাহিদুল ইসলাম।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা