November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 22nd, 2022, 8:10 pm

ব্রাজিল লিগে খেলতে পারবেন না টিকাবিহীন ফুটবলাররা

অনলাইন ডেস্ক :

এই বছরের লিগ চ্যাম্পিয়নশিপের জন্য কড়া নিয়ম করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। লিগে খেলতে হলে খেলোয়াড়দের অবশ্যই করোনাভাইরাসের টিকা নিতে হবে। এক বিবৃতিতে সিবিএফ শুক্রবার জানায়, টিকার পূর্ণাঙ্গ ডোজ নেওয়ার সনদ তাদের মেডিকেল কমিশনের কাছে জমা দিতে হবে। ব্রাজিলের শীর্ষ চার জাতীয় বিভাগের খেলা শুরু হবে আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে। কোভিড টিকার পূর্ণাঙ্গ ডোজ না নেওয়ায় আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার রেনান লোদিকে বিশ্বকাপ বাছাইয়ে আসন্ন দুই ম্যাচের দলে রাখেননি ব্রাজিল কোচ তিতে। টিকা না নেওয়ায় টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা দুইবার বাতিল করে অস্ট্রেলিয়ান ওপেনের আগে দেশে ফেরত পাঠানোর পর থেকে ক্রীড়াজগতে টিকার বিষয়টি বেশ আলোচনায় আছে।