অনলাইন ডেস্ক :
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে ইংলিশদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কাইরন পোলার্ডের দল। ইংল্যান্ডের দেওয়া ১০৪ রানে টার্গেটে ক্যারিবীয়রা পৌঁছে যায় ১৭ বল হাতে রেখেই। মামুলি লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ৫২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ২৫ বলে ২০ রান করে আদিল রশিদের বলে স্টাম্পিং হয়ে ফেরেন শাই হোপ। এরপর বাকি কাজটা সহজেই সারেন আরেক ওপেনার ব্রেন্ডন কিং ও তিনে নামা নিকোলাস পুরান। ৪৯ বলে চারটি চার ও একটি ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন কিং। দুটি চারে ২৯ বলে অপরাজিত ২৭ রান করেন পুরান। এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে জেসন হোল্ডারের বোলিং তোপে পড়ে ইংল্যান্ড। ১৯ দশমিক ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০৩ করতে পারে তারা। দলীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন ক্রিস জর্ডান। ২২ রান এসেছে আদিল রশিদের ব্যাট থেকে। অধিনায়ক মরগান করেছেন ১৭ রান। ৩ দশমিক ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন হোল্ডার। এ ছাড়া শেল্ডন কটরেল শিকার করেছেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন আকিল হোসেন ও রোমারিও শেফার্ড। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা