অনলাইন ডেস্ক :
ক্লাব পরিদর্শনের অংশ হিসেবে মঙ্গলবার সাইফ স্পোর্টিংয়ে যান জাতীয় দলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সেখানে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ও নতুন কোচ ক্যাবরেরারের মুহূর্তটি। পরিচয় পর্বের পর দু’জনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়। জাতীয় দলের শক্তি-দুর্বলতাগুলো কী কী- তা নিয়ে নতুন কোচের সঙ্গে শেয়ার করেন জামাল ভূঁইয়া। ইংলিশ স্টাইল থেকে স্প্যানিশ স্টাইলে মানিয়ে নেওয়ার জন্য সবাই প্রস্তুত আছেন বলে জানিয়েছেন এই মিডফিল্ডার। আগে থেকেই জামালকে চেনা ক্যাবরেরা মুখোমুখি আলোচনা শেষে ডেনমার্কপ্রবাসী ফুটবলারকে নিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন, ‘তার সম্পর্কে আমি জানি। আমি যদি ভুল না বলে থাকি, তাহলে সে কিন্তু সাইফ স্পোর্টিংয়ের প্রাণভোমরা। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। জাতীয় দলে তার পারফরম্যান্সও ভালো। তার সঙ্গে দেখা হওয়ায় ভালো লাগছে। আমি তার খেলাগুলো দেখেছি।’ ২০১৮ সালে জেমি ডে দায়িত্ব পাওয়ার পর দলের মধ্যে ইংলিশ সৌরভ ছড়িয়ে দেন। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপের আগে ব্যর্থতার দায়ে জেমিকে ছুটি দিয়ে স্প্যানিশ অস্কার ব্রুজোনকে দায়িত্ব দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দুই সপ্তাহে দায়িত্ব পাওয়া ব্রুজোন খেলার স্টাইলে পরিবর্তন আনেন। এরপর মারিও লেমোসেও কোচিং করান জামালদের। এখন আবার এসেছেন স্প্যানিশ ক্যাবরেরা। আগে ছিল ইংলিশ এখন স্প্যানিশ- দুটির মধ্যে ভিন্নতা থাকলেও তাতে কোনো সমস্যা দেখছেন না জামাল ভূঁইয়া, ‘স্প্যানিশ কোচরা ইংলিশদের চেয়ে একটু ব্যতিক্রম হয়ে থাকেন। ওরা পায়ে বেশিক্ষণ বল রাখতে চায়। বল পজিশন নিজেদের অধীনে রেখে খেলতে চায়। বল পজিশন এবং গোল স্কোরিংটাই মূল কথা। কারণ, আমরা গোল কম করি।’ কোচের সঙ্গে সাক্ষাতে কী কথা হয়েছে, ‘ওর সঙ্গে আগেও আমার একটা মিটিং হয়েছে। ওর আইডিয়া শুনেছি। ও কী চায়, সেটা বোঝার চেষ্টা করেছি। ওর ভিশনটা কী এবং সামনে ও কীভাবে কাজ করবে, সেসব নিয়েই মূলত কথা হয়েছে।’ নতুন কোচের সঙ্গে কাজ করতে মুখিয়ে বাংলাদেশ অধিনায়ক, ‘ক্যাবরেরার সঙ্গে এখনও আমরা মাঠের অনুশীলন শুরু করিনি। অন্য স্প্যানিশ কোচদের মতোই সে। যেমন অস্কার কিংবা লেমোসের মতোই। সে নিজস্ব স্টাইল প্রতিস্থাপনের চেষ্টা করবে। আমরা তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আপনাকে আমি একটা উদাহরণ দিই, কন্তে যখন কোচ হিসেবে যোগ দেয়, তখন কিন্তু টটেনহামের সবকিছু পরিবর্তন হয়ে গেছে। তাই আমি মনে করি, নতুন কোচ হলেও সেও পারবে সবকিছু পরিবর্তন করতে।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা