অনলাইন ডেস্ক :
বিপিএলে ঢাকা পর্ব আপাতত শেষ। ২৮ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। সবার আগে বন্দর নগরীতে পৌঁছেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরই মধ্যে চট্টগ্রামে পৌঁছে গেছে বেশির ভাগ দল। বুধবার থেকে অনুশীলনও শুরু করেছে বেশির ভাগ ফ্রাঞ্চাইজিগুলো। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। সর্বমোট আটটি ম্যাচ হবে এই ভেন্যুতে। মঙ্গলবার ঢাকা পর্ব শেষ করে দুই দিন রেস্ট ডে রাখা হয়েছে সূচিতে। এ সময়টায় সবাই চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়ে সেখানে অনুশীলনে সময় দেবে। সবার আগে বন্দর নগরীতে পৌঁছেছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের ঘরের মাঠ বলেই কি না, বাড়তি উন্মাদনা কাজ করছে খেলোয়াড় ও স্টাফদের মধ্যে। ঢাকা পর্বে অনেকটাই সফল মেহেদী মিরাজরা। এবার ঘরের মাঠ রাঙানোর পালা। ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে দুই জয় আর এক হারে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে চট্টগ্রাম। সাগরিকায় স্বাগতিক হিসেবে তারা খেলবে চারটি ম্যাচ। দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এক জয় নিয়ে তিন নম্বরে সাকিবের বরিশাল। দুই ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের চার ও পাঁচে যথাক্রমে খুলনা টাইগার্স ও সিলেট সিক্সার্স। আর চার ম্যাচে মাত্র এক জয় নিয়ে টেবিলের তলানিতে তামিম-রিয়াদ-মাশরাফীর ঢাকা। এদিকে চট্টগ্রাম পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নামবে মিনিস্টার ঢাকা। চট্টগ্রামে দলটি দুটি ম্যাচ খেলবে। তারকাবহুল ঢাকা যেভাবে হইচই ফেলে টুর্নামেন্ট শুরু করেছিল, সেভাবে রাঙাতে পারেনি। প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে জয় তুলে নেন। এরপর শেষ ম্যাচে আবার হারের মুখ দেখে তিন অধিনায়কের ঢাকা। নিজেদের ব্যর্থতার কথা অকপটে শিকার করেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সিলেটের বিপক্ষে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি উইকেট কিংবা অন্য কিছু নিয়ে অভিযোগ করব না। আর উইকেট যেমনই হোক মাত্র ১০০ রান করার মতো মোটেও ছিল না। কিন্তু আমরা ভালো করতে ব্যর্থ হয়েছি। ‘ নিজের হোম টাউনে মঞ্চ রাঙিয়ে জয়ে ফিরতে পারেন কিনা টাইগার ওয়ানডে অধিনায়ক সেটাই এখন দেখার বিষয়। এবারের বিপিএলের উইকেট, ম্যাচ ভিন্নতায় ভিন্ন কথা বললেও একটা বিষয়ে ছিল মিল৷ সেটা টস জিতে বোলিং নেওয়া৷
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা