অনলাইন ডেস্ক :
নতুন একটি উড়ন্ত গাড়ির অবশেষে অনুমোদন দিয়েছে স্লোভাকিয়া সরকার। এটি রাস্তায় চলার পাশাপাশি আকাশেও উড়তে পারে। সুইচ চাপলেই সড়কে থেকে আকাশে উড়াল দেবে এটি। এজন্য সময়ও লাগবে মাত্র দুই মিনিট ১৫ সেকেন্ড। ‘এয়ার কার’ নামে এই গাড়ি এরইমধ্যে পরীক্ষামূলকভাবে ৭০ ঘণ্টা আকাশে ওড়ার পাশাপাশি ২০০ বার উড্ডয়ন ও অবতরণ করেছে। এজন্য স্লোভাকিয়ার পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে সফলভাবে আকাশে ওড়ার স্বীকৃতিও পেয়েছে উড়ন্ত গাড়িটি। খবর বিবিসির নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে উড়ন্ত গাড়িটি তৈরি করেছেন স্টেফান ক্লেইন। এজন্য তিনি প্রতিষ্ঠা করেছেন ক্লেইন ভিশন নামে প্রতিষ্ঠান। গত বছরের জুনে পরীক্ষামূলকভাবে ৩৫ মিনিট এটি নিয়ে আকাশে উড়েছিলেন তিনি। স্টেফান ক্লেইন জানান, স্লোভাক পরিবহন কর্তৃপক্ষের এ স্বীকৃতি ভবিষ্যতে তাকে বাণিজ্যিক ভিত্তিতে উড়ন্ত গাড়ি তৈরিতে সহায়তা করবে। স্পোর্টস কারের আদলে তৈরি উড়ন্ত গাড়িটি সর্বোচ্চ আট হাজার ফুট উঁচুতে ১৬০ কিলোমিটার (১০০ মাইল) গতিতে চলতে পারে। পুরোদস্তুর উড়োজাহাজের মতোই ওঠানামা করতে সক্ষম হলেও গাড়িটির জ¦ালানি পেট্রোল পাম্প থেকেই নেওয়া যাবে। তবে চালকের প্রয়োজন হবে পাইলটের লাইসেন্স। এদিকে, গত সোমবার বিমান নির্মাতা বোয়িং এয়ার ট্যাক্সি নির্মাণের জন্য গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের একটি কোম্পানিতে ৪৫ কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২