বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বাংলাদেশে ইউরোপীয় বাণিজ্য সুবিধা আদায় বা ব্যবসাকে এগিয়ে নেয়ার ওপর কোনো প্রভাব ফেলার কোনো লক্ষণ তিনি দেখছেন না।
ইইউ দূত আরও বলেছেন, একটি দেশের সামগ্রিক পরিস্থিতির ওপর ব্যবসা নির্ভর করে। আমি বলব ব্যবসা ব্যবসাই। তারা (বিনিয়োগকারীরা) মূলত দেখে যে তারা অংশীদার দেশে অর্থোপার্জন করতে পারছে কি না এবং সেখানে আকর্ষণীয় ব্যবসার পরিবেশ আছে কি না। সুতরাং, আমি এখনও এমন কোন লক্ষণ দেখিনি যাতে সাম্প্রতিক নিষেধাজ্ঞা বাংলাদেশে বাণিজ্যিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে বলে মনে হয়।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত হোয়াইটলি বলেন, ব্যবসাকারীদের জন্য যেটা গুরুত্বপূর্ণ তা হল তাদের ব্যবসা একটি ‘ভালো, স্বচ্ছ ও নিরপেক্ষ উপায়’ অবলম্বন করে প্রতিযোগিতা চালিয়ে যেতে পারা।
তিনি বলেন, আমি মনে করি এগুলোই তাদের প্রধান বিবেচ্য বিষয়। তবে কখনও কখনও রাজনৈতিক উন্নয়ন ব্যবসায় প্রভাব ফেলতে পারে।
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব বক্তব্য দেন।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি