অনলাইন ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ হারের পর সাদা পোশাকের ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। এখন তিনি আর কোনো ফরম্যাটেই নেতৃত্বে নেই। টি-টোয়েন্টি আর ওয়ানডেতে কোহলির শূন্যস্থান পূরণ করেছেন রোহিত শর্মা। কিন্তু টেস্ট অধিনায়ক নিয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেনি বিসিসিআই। শোনা যাচ্ছে রোহিত, লোকেশ রাহুল এমনকী ঋষভ পন্থের নাম। এই তিনজনের বাইরে মোহাম্মদ শামিও অধিনায়ক হওয়ার আগ্রহ দেখিয়েছেন। অধিনায়কত্ব বিষয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই তারকা পেসার বলেন, ‘আমি এখনই এটা নিয়ে কিছু ভাবছি না। এটুকু বলতে পারি, যে দায়িত্বই দেওয়া হোক না কেন, তার জন্য আমি তৈরি। সত্যি কথা বলতে, কে না চাইবে ভারতের অধিনায়ক হতে? কিন্তু এটাই একমাত্র বিষয় নয়। যে কোনো উপায়ে ভারতীয় দলে নিজের অবদান রাখতে চাই। ‘উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দল থেকে বাদ পড়েছিলেন শামি। সেই ওয়ানডে সিরিজে রীতিমতো ধোলাই হয়েছে ভারত। এর আগে টেস্ট সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজেও শামির নাম নেই! এই বয়সেও তিন ফরম্যাটে নিয়মিত খেলা চালিয়ে যেতে চান শামি। তিনি বলেছেন, ‘সব ধরনের ক্রিকেটেই খেলার জন্য আমি প্রস্তুত। মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি। ‘
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা