অনলাইন ডেস্ক :
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জয় পেয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার ভোরে চিলির ঘরের মাঠে চিলিকে ২-১ গোলে হারিয়েছে মেসিহীন দলটি। আর্জেন্টিনার কাছে হেরে কাতার বিশ্বকাপে যাওয়ার পথটা আরো কঠিন করে তুলল চিলি। ম্যাচের দশম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এঞ্জেল ডি মারিয়া। গোলটি এসিস্ট করেছিলেন রড্রিগো ডি পল। তবে ২১তম মিনিটে বেন ব্রেরেটনের গোলে সমতায় ফেরে চিলি। ৩৪তম মিনিটে আর্জেন্টিনাকে ফের এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবে কোনো দলই আর গোলের দেখা পায়নি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এর ফলে টানা ২৮ ম্যাচে অপরাজিত রইল তারা। বিশ্বকাপ বাছাই পর্বে ১৪ ম্যাচ শেষে ৩২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। অন্যদিকে, ১৫ ম্যাচে চিলির পয়েন্ট এখন ১৬। আগেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আর্জেন্টিনা আজ সাতবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামে। করোনায় আক্রান্ত হওয়ায় ডাগআউটে ছিলেন না দলটির কোচ লিওনেল স্কলানিও।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা