অনলাইন ডেস্ক :
বান্ধবীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ ওঠার ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন গ্রিনউডের বান্ধবী। নিজের অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে ইনস্টাগ্রামে রক্তাক্ত শরীরে ছবি, ভিডিও ও অডিও পোস্ট করেন গ্রিনউডের বান্ধবী। দ্রুতই তা ছড়িয়ে পড়ে। এগুলো অবশ্য পরে ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেন তিনি। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ রোববার জানায়, “একজন নারীর শারীরিক নির্যাতনের শিকার হওয়ায় ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নজরে এসেছে। আমরা নিশ্চিত করছি যে, ২০ বছরের মতো বয়সী একজনকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।” গ্রিনউডকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনা তদন্ত চলছে। এর আগে রোববার ইউনাইটেড তাদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনুশীলন বা ম্যাচে ফিরবেন না গ্রিনউড। প্রিমিয়ার লিগের ক্লাবটি আরও জানায়, তারা কোনো ধরণের সহিংসতাকে প্রশ্রয় দেয় না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা অভিযোগ সম্পর্কে অবগত আছে। তবে সত্য প্রমাণিত না হওয়া পর্যন্ত এই বিষয়ে তারা আর কোনো মন্তব্য করবে না। গ্রেপ্তার হওয়ার আগে অভিযোগের ব্যাপারে গ্রিনউড কোনো মন্তব্য করেননি। ইউনাইটেডের বয়সভিত্তিক দল থেকে উঠে আসা গ্রিনউডের মূল দলে অভিষেক হয় ২০১৯ সালের মার্চে। ২০২১ সালে ম্যানচেস্টারের দলটির সঙ্গে চার বছরের চুক্তি করেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে ১২৯ ম্যাচ খেলে ৩৫ গোল করেছেন ২০ বছর বয়সী এই ফুটবলার।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা