অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দানিল মেদভেদেভের বিপক্ষে উত্তেজনাকর পাঁচ সেটের লড়াইয়ে বিজয়ী হয়ে রেকর্ড ২১ গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব অর্জন করেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। এর মাধ্যমে দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচ ও রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন রাফা। পুরোনো প্রতিদ্বন্দ্বী ও একইসাথে বন্ধুর এই কৃতিত্বে অভিবাদন জানাতে ভুল করেননি বিশ্বের এক নম্বর তারকা জকোভিচ। সার্বিয়ান নাম্বার ওয়ান নাদালের এই জয়কে ‘অসাধারণ অর্জন’ হিসেবে আখ্যা দিয়েছেন। বিশেষ করে নাদালের লড়াকু মনোভাবের ভূয়শী প্রশংসা করে জকোভিচ টুইটারে লিখেছেন, ‘২১তম গ্র্যান্ড স্ল্যামের জন্য রাফাকে অভিনন্দন। এই অর্জন এক কথায় অসাধারণ। পুরো ম্যাচেই সে লড়াকু মনোভাব দেখিয়েছে যা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। একইসাথে মেদভেদেভকেও অভিনন্দন। তার কাছ থেকে যে ধরনের আবেগ এবং দৃঢ়তা তার কাছ থেকে আশা করা হয়েছিল তার সবই সে প্রমাণের চেষ্টা করেছে। ‘ পাঁচ ঘণ্টা ২৪ মিনিটের পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে শেষ পর্যন্ত নাদাল ২-৬, ৬-৭ (৭/৫), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে জিতে শিরোপা হাতে তোলেন। এই স্প্যানিশ তারকা প্রথম সেটে পাত্তাই পাননি মেদভেদেভের কাছে! দ্বিতীয় সেটে ৪-১ গেমে এগিয়ে থেকেও টাইব্রেকে হেরে যান। এরপর খাদের কিনার থেকে ঘুরে দাঁড়ালেন নাদাল। জিতে নেন একের পর এক সেট। তৈরি হয় নতুন ইতিহাসের। ফাইনাল শেষে নাদাল জানিয়েছেন, এটি তার ক্যারিয়ারের অন্যতম আবেগঘন একটি ম্যাচ ছিল।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা