অনলাইন ডেস্ক :
দলে হয়ে পড়েছিলেন অনিয়মিত। বেশ কিছুদিন ধরে ক্লাব ছাড়ার গুঞ্জনও ছিল। শেষ পর্যন্ত আড়াই বছরের চুক্তিতে টটেনহ্যাম হটস্পার থেকে এভারটনে যোগ দিয়েছেন মিডফিল্ডার ডেলে আলি। সোমবার ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে এভারটন। বিবিসির খবর, সব মিলিয়ে চার কোটি ইউরো পর্যন্ত হতে পারে ট্রান্সফার ফির অঙ্ক। প্রথম ধাপে এক কোটি ইউরো পরিশোধ করা হবে এভারটনের জার্সিতে আলি ২০ ম্যাচ খেলার পর। এভারটনের নতুন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চাওয়াতেই মূলত আলিকে দলে টেনেছে এভারটন। একসময়ের তারকা মিডফিল্ডারকে সোমবারই কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেয় ক্লাবটি। চেলসির সাবেক এই কোচ মনে করেন, গত কয়েক বছরে নিজেকে হারিয়ে ফেলা এই ইংলিশ মিডফিল্ডার নতুন ঠিকানায় আলো খুঁজে পাবেন। ইংল্যান্ডের হয়ে ৩৭ ম্যাচ খেলা আলি গত নভেম্বরে আন্তোনিও কন্তে টটেনহ্যামের কোচ হওয়ার পর থেকে দলটিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচ খেলেছেন কেবল ৬ ম্যাচ। টটেনহ্যামের হয়ে ২৬৯ ম্যাচ খেলে ৬৭ গোল করা আলি উচ্ছ্বসিত এভারটনে যোগ দিতে পেরে। ২৭ বছর বয়সী এই ফুটবলার বললেন, নতুন ক্লাবে নতুন কোচের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন তিনি। “আমি এভারটনের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আনন্দিত। ইতিহাসসমৃদ্ধ বিশাল একটি ক্লাব এবং এর অনেক সমর্থক। আমি শুরু করার জন্য মুখিয়ে আছে। এভারটনের জার্সিতে প্রথম মাঠে নামতে আমার তর সইছে না।” “আমি দলকে সাহায্য করার জন্য এবং নতুন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের সঙ্গে কাজ করার সুযোগের অপেক্ষায় আছি।” আন্তর্জাতিক বিরতি শেষে আগামী শনিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলবে এভারটন। তবে চলতি আসরে ইতিমধ্যেই টটেনহ্যামের হয়ে খেলায় এই টুর্নামেন্টে আর খেলতে পারবেন না আলি। প্রিমিয়ার লিগে আগামী ৮ ফেব্রুয়ারি নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে তার অভিষেক হতে পারে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা