অনলাইন ডেস্ক :
ইকুয়েডরে ভয়াবহ ভূমিধসে ২৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ১২ জন নিখোঁজ রয়েছেন। রাজধানী কুইটোতে গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। গত সোমবার রাতের টানা বৃষ্টিতে লা গাসকা এবং লা কমুনায় পানির উচ্চতা বেড়ে যায়। পাহাড়ি এলাকা থেকে পাথর গড়িয়ে পড়ে নিম্নভূমিতে। ভূমিধসে ঘরগুলোয় মাটি ও পাথর ঢুকে পড়ে এবং এতে এলাকার বিদ্যুৎব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। গার্ডিয়ান জানায়, এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪৭ জন। মেয়র সান্তিয়াগো গার্ডেরাস বলেন, এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। আহতদের ৪৭ জনের ভেতর দুজনের অবস্থা আশঙ্কাজনক। রয়টার্সের এক ভিডিওতে দেখা যায়, প্রবল ¯্রােতে ভেসে যাচ্ছে গাছপালা, গাড়ি, ময়লার স্তূপ এবং ইলেকট্রিক থামসহ আরও অনেককিছু। এই ¯্রােতের ভেতরে ভেসে যাওয়াদের তুলে আনছেন প্রতিবেশিরা। গত সোমবারের বৃষ্টিপাত দুই দশকে সর্বোচ্চ।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু