অনলাইন ডেস্ক :
কোমরের ইনজুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপেই ছিটকে যান মোহাম্মদ সাইফউদ্দিন। পুরোপুরি সুস্থ না হওয়াতে বিপিএলেও মাঠের বাইরে থাকতে হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এবার লন্ডন যেতে হচ্ছে এই বোলিং অলরাউন্ডারকে। মূলত কোমরের হাড়ে চিড় ধরার কারণেই সাইফকে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে আসতে হয়েছিল। একই ইনজুরির কারণে ঘরোয়া ক্রিকেটেও খেলা হয়নি। বিসিএলের পর থাকতে পারেননি বিপিএলেও! তাই শারীরিকভাবে সুস্থ হতে লন্ডনে যাচ্ছেন। বৃহস্পতিবার রাত ১০টার ফ্লাইটে লন্ডনের উদ্দেশে বিমানে চড়বেন তিনি। বৃহস্পতিআর দুপুরে সাইফউদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো হবে তাকে। কিছুদিন আগে লন্ডনের ফর্টিয়াস ক্লিনিকে ফাস্ট বোলার হাসান মাহমুদকেও দেখানো হয়েছিল। তার চিকিৎসা করেছেন বিশেষজ্ঞ ড্যামিয়েন ফাই। একই চিকিৎসক সাইফউদ্দিনকেও দেখবেন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা